নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর
বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপটি ৭২ ঘণ্টার মধ্যে ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনে আবহাওয়া পরিস্থিতি অবনতি হতে পারে।
এদিকে আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে পরবর্তী নির্দেশনা অনুযায়ী সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।
একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়। সেইসঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে নির্দেশনা দেওয়া হয়।