দুই বারের চ্যাম্পিয়নদের বিদায় করে দ্বিতীয় রাউন্ডে আয়ারল্যান্ড
আজ ছিল ওয়েস্ট ইন্ডিজের অস্তিত্বের লড়াই, টিকে থাকার লড়াই, বাঁচা মরার লড়াই। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে জিততেই হতো ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু শেষ রক্ষা আর হলো না।
ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৪৭ রানের টার্গেট ১৫ বল বাকি থাকতেই টপকে দেয় আইরিশরা। বিদায় নেয় দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে উইন্ডিজ তুলতে পেরেছে মোটে ১৪৬ রানের পুঁজি। যার ফলে আইরিশদের সামনে লক্ষ্যটা দাঁড়ায় ১৪৭ রানের।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন ব্রেন্ডন কিং। আর আইরিশদের পক্ষে তিনটি উইকেটে নেন গ্যারেথ ডেলানি।
অপরদিকে, আইরিশদের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৬২ রান করেন পল স্টার্লিং। লরকান টাকার অপরাজিত ৪৫ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে একমাত্র উইকেটে নেন আকিল হোসেইন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
কাইল মায়ার্স, জনসন চার্লস, এভিন লুইস, ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান (অধিনায়ক/উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, আকিল হোসেইন, ওডেন স্মিথ, আলজারি জোসেফ, ওবেদ ম্যাককয়।
আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), লরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, সিমি সিং, ব্যারি ম্যাকার্থি, জশুয়া লিটল