বাস-লরির সংঘর্ষ, নিহত ১৪
ভারতের মধ্যপ্রদেশে বাস ও লরির ভয়াবহ সংঘর্ষে ১৪ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন।
শনিবার (২২ অক্টোবর) সকালে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের দেয়া এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, যাত্রীবাহী বাসটি তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ থেকে উত্তরপ্রদেশের গোরাখপুর যাচ্ছিল। পথে মধ্যপ্রদেশের রেওয়া এলাকায় একটি পণ্যবাহী লরির সঙ্গে সংঘর্ষ হয়।
রেওয়ার পুলিশ সুপার নবনীত ভাসিন বার্তা সংস্থা এএনআইকে বলেন, আহত ৪০ জনের মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসযাত্রীরা সবাই উত্তরপ্রদেশের বাসিন্দা।