শাকিবের কাছেই সব নায়িকারা আসতে চায় : সুবহা
চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হতে নায়িকারাই শাকিবের কাছে আসেন। তার সঙ্গে অভিনয় করে ওই সব নায়িকা প্রতিষ্ঠিত হচ্ছেন। বললেন শোবিজের আলোচিত মডেল-অভিনেত্রী শাহ হুমায়রা সুবহা।
তিনি গণমাধ্যমকে বলেন, শাকিব খান বাংলাদেশের সম্পদ। তিনি সুপারস্টার। তার কাছে যারা যাচ্ছেন তারা জেনে-বুঝেই যাচ্ছেন, নিজের ইচ্ছাতেই যাচ্ছেন।
তিনি আরও জানান, শাকিব খান যে ধরনের গল্পে কাজ করেন, নির্মাতা যদি মনে করেন এখানে আমার কাজ করার সুযোগ আছে, নির্মাতার যদি চাহিদা থাকে তাহলে কাজ করবো।
হুমায়রা সুবহা বলেন, এমন তো না শাকিব খান তাদের জোর করে নিয়ে যাচ্ছেন। তিনি যাদের বিয়ে করছেন বা সন্তান আসছে, তাদের তো অস্বীকার করছেন না, প্রতারণা করছেন না। তাদের সম্মান দিয়ে প্রতিষ্ঠিত করে নায়িকা বানিয়ে, সুপারস্টার বানিয়ে জীবন যাপন করছেন।
শাকিব প্রসঙ্গে তিনি আরও বলেন, আমি দর্শকের জায়গা থেকে বলছি, সেই মেয়েগুলো বা সেই আর্টিস্টগুলো― তাদের তো জোর করে নিয়ে গিয়ে আটকিয়ে রেখে কিছু করা হচ্ছে না। তারা তো নিজের ইচ্ছাতেই যাচ্ছেন। আবার দর্শক শাকিবকে ভিকটিম বানাচ্ছেন। আমি মনে করি, দোষ থাকলে দুজনেরই আছে।