রেলস্টেশনে পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া
খুলনায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় বিএনপি নেতাকর্মীরা ইট পাটকেল ছুড়ে রেলস্টেশনের ১৬টি গ্লাস ভাঙচুর করে।
শনিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে খুলনার রেলস্টেশনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার।
তিনি জানান, সমাবেশে আসা বিএনপি নেতাকর্মীদের অনেকে রেলস্টেশনে বসেছিলেন। পুলিশ তাদেরকে স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ করলে তারা ক্ষিপ্ত হয়। প্রথমে বাকবিতণ্ডা, পরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে বিএনপি নেতাকর্মীরা ইট পাটকেল ছুড়ে মেইন গেট, বুকিং কাউন্টার ও সার্ভার রুমের গ্লাস ভাঙচুর করে। পরে বিপুল সংখ্যক পুলিশ আসলে বিএনপি নেতাকর্মীরা শান্ত হয়।
রেলওয়ে স্টেশন মাস্টার মানিক চন্দ্র জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হবে।