আর্কাইভ থেকে জাতীয়

বিদেশে রপ্তানি হচ্ছে মৌলভীবাজারের সুস্বাদু আনারস

দেশের চাহিদা মিটিয়ে এখনবিদেশে রপ্তানী হচ্ছে মৌলভীবাজারের সুস্বাদু  আনারস। এবছর এ জেলার পাহাড়ি এলাকায়  অনারসের বাম্পার ফলন হয়েছে। পা্ওয়া যাচ্ছে ন্যায্য দামও। তবে হিমাগার না থাকায় পচনশীল  এ ফল সংরক্ষণে বিপাকে ব্যবসায়ীরা।  

চায়ের রাজধানী মৌলভীবাজার। এ জেলায় চায়ের পাশাপাশি অর্থকরী ফসল হিসেবে নতুন মাত্রা যোগ করেছে আনারস। এখানকার শত শত পাহাড়ী টিলায় চাষ হচ্ছে হানিকুইন, জাইরকিউ ও জলডুবিসহ বিভিন্ন জাতের আনারস। সুস্বাদু ও চাহিদা থাকায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে স্বাবলম্বী হয়েছেন অনেকেই।  আনারস চাষাবাদে স্থানীয় লোকজনের কর্মসংস্থান হয়েছে।

সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা এবং সরকারি সহযোগিতা পেলে অর্থনীতিতে অবদান রাখবে আনারস উতপাদন।এবারের বাম্পার ফলন তাই বলছে করোনা মহামারীর কারণে পরিবহন সংকটে পাইকার না আসায় পচনশীল এই পণ্য নিয়ে বিপাকে আড়তদাররা। স্থানীয় কৃষি বিভাগ  চাষীদের সহযোগিতায় এগিয়ে আসার কথা বলছে।  মৌলভীবাজারে এবার ৪০৯ হেক্টরের বেশি জমিতে আনারস উৎপাদন হয়েছে, প্রায় ৩২ হাজার ৪৮ মেট্রিক টন।

এ সম্পর্কিত আরও পড়ুন