খুলনায় বিএনপির সমাবেশে বাধা দিয়েও ঠেকাতে পারেনি : নিতাই রায়
খুলনায় বিএনপির সমাবেশে বাধা দিয়েও ঠেকাতে পারেনি। সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে সরকারের পেটুয়া বাহিনী ও পুলিশ কিন্তু লাভ হয়নি। খুলনা বিভাগের প্রান্তরে প্রান্তরে জনস্রোত সৃষ্টি হয়েছে। বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।
শনিবার (২২ অক্টোবর) দুপুরে নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘খুলনার সমাবেশে নেতাকর্মীরা যাতে না আসতে পারে তার জন্য গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালাচ্ছে। তারপরও জনস্রোত ঠেকাতে পারেনি। খুলনা বিভাগের প্রান্তরে প্রান্তরে জনস্রোত সৃষ্টি হয়েছে।’
এদিকে সমাবেশকে কেন্দ্র করে নগরের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। কোনো কোনো এলাকায় সশস্ত্র মহড়া দিতে দেখা গেছে তাদের। এ সময় বিএনপির নেতা-কর্মীদের মারধর করারও অভিযোগ পাওয়া গেছে।
অন্যদিকে খুলনা রেলস্টেশন এলাকায় দুপুরে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রেলস্টেশনে ভাঙচুর করা হয়েছে। বিএনপির সমাবেশে আগত ব্যক্তিদের বাধা দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।