খুলনায় যান চলাচল শুরু
অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে খুলনায় ডাকা ৪৮ ঘণ্টার বাস ধর্মঘট প্রত্যাহার করেছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। আজ রোববার (২৩ অক্টোবর) ১৬টি রুটে ভোর থেকে বাস চলাচল শুরু হয়েছে। দূরপাল্লার গাড়িও ছাড়ছে।
শ্রমিকনেতারা গণমাধ্যমকে জানিয়েছেন, জনভোগান্তির কথা বিবেচনায় ও প্রশাসনের আশ্বাস পাওয়ায় ধর্মঘট তুলে নেয়া ও খেয়া পারাপার শুরু হয়েছে।
এদিকে প্রায় ২১ ঘণ্টা পর শনিবার (২২ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে খুলনার রূপসা নদীতে খেয়া পারাপার শুরু হয়। আর ৩৬ ঘণ্টা পর শুরু হয়ে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সব রুটে বাস চলাচল। রূপসা বাসস্ট্যান্ড থেকেও বাগেরহাটের মোংলাসহ বিভিন্ন গন্তব্যে ছেড়তে শুরু করে যাত্রীবাহী বাস।
বিকেলে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ শেষ হওয়ার পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়। ফলে, খুলনা থেকে যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়াসহ ১৮টি রুটে শুরু হয় বাস চলাচল।
এর আগে মহাসড়কে থ্রি হুইলারসহ অবৈধ যান চলাচল বন্ধসহ কয়েক দফা দাবিতে শুক্রবার (২১ অক্টোবর) সকাল থেকে পরিবহন ধর্মঘট শুরু করে মালিক ও শ্রমিক সমিতি। ধর্মঘটের কারণে খুলনা কোনো বাস ছাড়েনি। পাশাপাশি অন্য জেলা থেকেও খুলনায় কোনো বাস ঢুকতে পারেনি।