আর্কাইভ থেকে বাংলাদেশ

ফ্রেঞ্চ ওপেন থেকে নাওমি ওসাকার নাম প্রত্যাহার

বিতর্কের মাঝে ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন নাওমি ওসাকা। সোমবার টুইট বার্তায় নিজের সিদ্ধান্ত জানিয়েছেন জাপানিজ তারকা।
 
বিতর্কের মাঝে ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন নাওমি ওসাকা। সোমবার টুইট বার্তায় নিজের সিদ্ধান্ত জানিয়েছেন জাপানিজ তারকা। 

দীর্ঘ টুইটে অভিমানের সুরে ওসাকা জানিয়েছেন, খেলোয়াড়, আয়োজক সবার ভালোর জন্যই সরে দাঁড়িয়েছেন তিনি। হতাশা ও অবসাদগ্রস্থতা রোধে টুর্নামেন্ট চলাকালীন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ না দেয়ার ঘোষণা দিয়ে সমালোচনার মুখে পড়েন ওসাকা। 
 
প্রথম রাউন্ডের পর পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্স বর্জন করে ১৫ হাজার ডলার জরিমানাও গুনেন এশিয়ান সেনসেশন। পরবর্তী এমন আচরণ অব্যাহত রাখলে তাকে বহিষ্কারের হুঁশিয়ারি দেন আয়োজকরা। এরপরই নিজ থেকে সরে দাঁড়ালেন ওসাকা। চারবারের গ্র্যান্ডস্লামজয়ীর সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন সেরেনা উইলিয়ামসসহ একাধিক তারকা। পাশে আছে স্পন্সর প্রতিষ্ঠান নাইকি। দুঃখ প্রকাশ করেছেন ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন প্রেসিডেন্ট জাইলস মরেতোঁ।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন