জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত
ঘূর্ণিঝড় সিত্রাং ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। এর প্রভাবে আজ সোমবার (২৪ অক্টোবর) থেকেই সারা দেশে বৃষ্টি হচ্ছে। সেই সাথে ঝড়ো হাওয়ার প্রভাব দেখা দিয়েছে।
এ কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য মঙ্গলবারের (২৫ অক্টোবর) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আজ সোমবার (২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিত এ সকল পরীক্ষার সংশোধিত সময়সূচি সংশ্লিষ্ট সবাইকে অতিসত্ত্বর জানানো হবে।
অন্যান্য সব পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।