কুড়িগ্রামে দুদিন ব্যাপি সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
কুড়িগ্রামে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে দু’দিন ব্যাপী সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ সোমবার (২৪ অক্টোবর) দুপুরে শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি।
অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোখলেছুর রহমান, বাংলা একাডেমির সচিব এ, এইচ, এম লোকমান, কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাফর আলী, পৌরসভার মেয়র কাজিউল ইসলাম প্রমুখ।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে প্রথম দিন কুড়িগ্রাম জেলার সাহিত্য, সংষ্কৃতি, কবিতা, ছড়া, পুথি, কথাসাহিত্য, নাটক, প্রবন্ধ ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভাসহ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।