আর্কাইভ থেকে এশিয়া

ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট আইজাক হ্যারজগ

ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন আইজাক হ্যারজগ। জুইশ এজেন্সির চেয়ারম্যান তিনি। আগামী নয় জুলাই ইসরায়েলের ১১তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন আইজাক হ্যারজগ।

ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানায়, বুধবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেট প্লেনিয়ামে এক গোপন ব্যালট ভোটে নির্বাচিত হয়েছেন আইজাক হ্যারজগ। প্রেসিডেন্ট নির্বাচনের দৌঁড়ে তিনি পেয়েছেন ৮৭ ভোট। আরেক প্রেসিডেন্ট প্রার্থী ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ মিরিয়াম পিরেটজ পেয়েছেন ২৭ ভোট।

প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর আইজাক হ্যারজগ বলেন, আমি হবো সবার প্রেসিডেন্ট।

প্রবীণ রাজনীতিবিদ আইজাক হ্যারজগ ইসরায়েলের লেবার পার্টির সাবেক প্রধান, বিরোধী দলের সাবেক নেতা এবং সাবেক কল্যাণ ও প্রবাসী মন্ত্রী। ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট চেইম হ্যারজগের ছেলে তিনি। তার বাবা ১৯৮৩ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

ইসরায়েলের ইতিহাসে হ্যারজগই প্রথম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন যার বাবাও ছিলেন প্রেসিডেন্ট।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন