আর্কাইভ থেকে দুর্ঘটনা

গ্যাস বিস্ফোরণ: দগ্ধ স্বামীর মৃত্যু, আশঙ্কাজনক স্ত্রী-সন্তান

মানিকগঞ্জ পৌরসভার নারাঙ্গাই এলাকায় একটি বাসায় বিস্ফোরণে অগ্নিদগ্ধ রাশেদুল ইসলাম (৪৫) মারা গেছেন। নিহতের দগ্ধ স্ত্রী ও শিশুসন্তানের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুধবার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার।

স্বজনদের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, অগ্নিদগ্ধ চারজনের একজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গুরুতর অগ্নিদগ্ধ হওয়ায় রাশেদুল, তার বউ ও সন্তানকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় গতকাল বিকেলে রাশেদুলকে আইসিইউতে নেয়া হয়। দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রাশেদুলের বউ ও ছেলেও আইসিইউতে রাখা হয়েছে।

জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ফারুক হোসেন বলেন, তিতাস গ্যাসের লাইনে গ্যাস না থাকায় গত সোমবার সংযোগ চালু রেখেই সবাই ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ভোরে কক্ষের ভেতর উৎকট গন্ধ ছড়ালেও আমরা তা বুঝতে পারিনি। দিয়াশলাইয়ের কাঠি জ্বালানোর পরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

এ সম্পর্কিত আরও পড়ুন