আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ভারতে কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত

ভারতে এখনো অব্যাহত রয়েছে করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা। আগের দিনের তুলনায় করোনা সংক্রমণ কিছুটা বেড়েছে। তবে কমেছে মৃত্যু। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছে দুই হাজার ৮৮৭ জন। একই সময়ে সংক্রমণ শনাক্ত হয়েছে এক লাখ ৩৪ হাজার ১৫৪ জন। আজ বৃহস্পতিবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এনডিটিভি জানায়, ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে করোনায় সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ৮৪ লাখ ৪২ হাজার। এখন পর্যন্ত মারা যাওয়া ব্যক্তির সংখ্যা তিন লাখ ৩৮ হাজার। গেছেন তিন লাখ ৩৭ হাজার ৯৮৯ জন।

ভারতে কয়েকদিন ধরে করোনা রোগী শনাক্ত হচ্ছে দুই লাখের নিচে। সংক্রমণ এক লাখ ২৭ হাজারে নেমে যাওয়ার পর বুধ ও বৃহস্পতিবার একটু বেড়েছে আক্রান্তের সংখ্যা। বুধবার মৃত্যু তিন হাজারের বেশি থাকলেও বৃহস্পতিবার তা আবারো তিন হাজারের নিচে নেমেছে।

এদিকে, ২২ কোটি মানুষকে করোনা টিকা কার্যক্রমের আওতায় আনার মাইলফলক অর্জন করেছে ভারত। বুধবার এ তথ্য জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছে দেশটির ২২ কোটি ৮ লাখ ৬২ হাজারের বেশি মানুষ। টিকার প্রথম ডোজ পেয়েছে ৯৯ লাখের বেশি স্বাস্থ্যকর্মী। টিকার ২য় ডোজ পেয়েছে ৬৮ লাখের বেশি। এবার শিশুদের ওপর কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু হওয়ার তথ্য নিশ্চিত করেছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন