আর্কাইভ থেকে আইন-বিচার

শাস্তির হার কম হওয়ায় নারী নির্যাতন বেড়েই চলেছে : হাইকোর্ট

দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় নারী নির্যাতন, ধর্ষণ করে ভিডিও ধারণ করে তা সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও সেই ভিডিও ছড়িয়ে দেয়ার মামলার শুনানিতে বৃহস্পতিবার বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালত বলেন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দোষীদের বিরুদ্ধে শাস্তি দেয়ার হার কম। নির্যাতিত কোন নারীর ভিডিও ছড়িয়ে দেয়া হলে নির্যাতনের শিকার নারী ও তার পরিবারে উপর বিরূপ প্রভাব পড়ে।

এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নওরোজ মো. রাসেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আশিক রুবাইয়াত, ব্যারিস্টার সারোয়ার পায়েল।

আজ হাইকোর্টে আসা প্রতিবেদনের বিষয়ে শুনানি শুরু হয়েছে। আগামী ১০ জুন এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন