আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ভারতে করোনার তৃতীয় ঢেউয়ে শিশুরা বেশি আক্রান্ত হবে

বর্তমানে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। এর মধ্যেই নতুন আতঙ্ক ছড়িয়েছে দেশটির একটি গবেষণা সংস্থা। তাদের দাবি, ভারতে শীঘ্রই আসছে করোনার তৃতীয় ঢেউ। যা চলবে প্রায় একশ’ দিন।

এসবিআই ইকোর‌্যাপরের করা একটি স্বাস্থ্য সমীক্ষায় বলা হয়েছে, করোনার তৃতীয় ঢেউয়ে বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত হতে পারে শিশুরা। তবে শিশু চিকিৎসকরা বলছে, এতে শঙ্কিত হওয়ার কারণ নেই। সতর্ক থাকলেই হবে।

সমীক্ষা প্রতিবেদনে আরও বলা হয়, করোনার দ্বিতীয় ঢেউয়ের মতোই ভয়াবহ হবে তৃতীয় ঢেউ। এজন্য মানুষকে প্রস্তুত থাকতে হবে।

করোনার তৃতীয় ঢেউ ৯৮ দিন ধরে চলেছে বিশ্বের কয়েকটি দেশে। দ্বিতীয় ঢেউ চলেছে ১০৮ দিন ধরে। সেই হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারতের তৃতীয় ঢেউ চলবে ৯৮ দিন।

শিশুদের সংক্রমণ নিয়ে দেশটির বিশেষজ্ঞরা বলছে, করোনার ক্রমশ বদলানো চরিত্রের দিকে কড়া নজর রাখা হচ্ছে। শিশুদের শরীরে কী প্রভাব পড়ছে তা দেখা হচ্ছে। কীভাবে মোকাবিলা করা সম্ভব তারও গবেষণা চলছে। এতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে শিশুরা উপসর্গহীন। তবে হালকা জ্বর বা নিউমোনিয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে। অনেক সময় আক্রান্ত হওয়ার ছয় সপ্তাহ পর জ্বর হচ্ছে। সঙ্গে থাকছে বমি ও শরীরে র‌্যাশের মতো।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন