র্যাবের অভিযানে ঢাকার ১৩ প্রতিষ্ঠানকে ৩৪ লাখ টাকা জরিমানা
ঢাকার যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী, দক্ষিণ কেরাণীগঞ্জ ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ভেজালবিরোধী অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ১৩ প্রতিষ্ঠানের সাড়ে ৩৪ লাখ টাকা জরিমানা করা হয়।
আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে র্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি এনায়েত কবীর সোয়েব এসব তথ্য জানিয়েছেন।
অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য, নকল বৈদ্যুতিক তার, সয়াবিন তেল, মবিল, ডিটারজেন্ট পাউডার, কেমিক্যাল ও নকল স্টিল উৎপাদন, মজুদ ও বিক্রির অপরাধে ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে মোট সাড়ে ৩৪ লাখ টাকা।
অভিযোগের ভিত্তিতে র্যাব-১০ এর সহযোগিতায় বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত ঢাকার যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী, দক্ষিণ কেরাণীগঞ্জ ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। এ সময় বিএসটিআইয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য, নকল বৈদ্যুতিক তার, সয়াবিন তেল, মবিল, ডিটারজেন্ট পাউডার, কেমিক্যাল ও নকল স্টিল উৎপাদন, মজুত ও বিক্রি করার অপরাধে সেলফ মবিল ফ্যাক্টরিকে চার লাখ টাকা, এন এস ব্রাদার্সের সয়াবিন তেল কারখানাকে তিন লাখ টাকা, ফুড ল্যান্ড ফ্যাক্টরিকে তিন লাখ টাকা, ডিটারজেন্ট পাউডার ফ্যাক্টরিকে দুই লাখ টাকা, কেমিক্যাল ফ্যাক্টরিকে পাঁচ লাখ টাকা, মাসুম ইলেকট্রিককে চার লাখ, এস এ এসকে নগদ তিন লাখ টাকা, এম এস ট্রেডিংকে পাঁচ লাখ টাকা, আল-আমিন ক্যাবলস তিন লাখ টাকা, ইকলাস ক্যাবলসকে এক লাখ টাকা, আলমবাগ স্টিল রি-রোলিং মিলসকে ৫০ হাজার টাকা, জিহান মেটালসকে ৫০ হাজার এবং জে এস ট্রেডার্সকে ৫০ হাজার টাকা করে ১৩টি প্রতিষ্ঠানকে মোট ৩৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক আনুমানিক দুই লাখ টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার ও লুব্রিকেন্ট জব্দ ও ধ্বংস করা হয়।