‘বিতর্কিত’ সাকিবের সঙ্গে চুক্তি নবায়ন করবে না দুদক
টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি হয়েছিল দুর্নীতি দমন কমিশনের । তবে সাকিবের সঙ্গে চুক্তি আর নবায়ন করবে না দুদক।
আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুদকের অনুসন্ধান বিভাগের কমিশনার ড. মোজাম্মেল হক খান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
মোজাম্মেল হক বলেন, বিধি অনুযায়ী তার সঙ্গে দুদক এখনও চুক্তিবদ্ধ। কিন্তু বিভিন্ন বিষয়ে সাকিব আল হাসান এখন বিতর্কিত। কোনও বিতর্কিত মানুষের সঙ্গে দুদক নিজেকে জড়াতে চায় না। যার কারণে সাকিবকে আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ব্যবহার করবে না দুদক।
তিনি আরো বলেন, আসন্ন আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের কোনও কার্যক্রমেও সাকিবকে রাখা হবে না।
দুদকের এই তথ্যে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হারের দিনে আরেকটি দুঃসংবাদ পেলেন সাকিব।
এর আগে, ২০১৮ সালে সাকিব আল হাসানের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দুদকের চুক্তি হয়েছিল। তবে গত ২০ সেপ্টেম্বর অ্যাম্বাসেডর হিসেবে সাকিবকে রাখা হবে কিনা- এ বিষয়ে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে বলেছিলেন দুদক সচিব মো. মাহবুব হোসেন। আজ সেই সীদ্ধান্ত জানান দুদক কমিশনার।