টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার পর হারলো আর্সেনাল
এবার আর্সেনালের বিপক্ষে হারের প্রতিশোধ নিলো নেদারল্যান্ডসের ক্লাব আইন্দহোভেন পিএসভি। ইউরোপা লিগের প্রথম লেগের ম্যাচে আইন্দহোভেন পিএসভিকে ১-০ গোলে হারিয়েছিলো আর্সেনাল। আর বৃহস্পতিবার রাতে ফিরতি লেগের ম্যাচে নিজেদের মাঠে আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছে পিএসভি।
পাশপাশি এই জয়ে দ্বিতীয় রাউন্ডও নিশ্চিত করল তারা। অন্যদিকে এ হারের মধ্যদিয়ে টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার দৌড় থামলো আর্সেনালের। সর্বশেষ গেলো ৪ সেপ্টেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে হেরেছিলো গানাররা।
বিরতির আগে ম্যাচের ৪৪ মিনিটে পিএসভির খেলোয়াড় জাভি সিমন্স গোল করেন। তবে তা ভিএআরের সাহায্যে বাতিল হয়ে যায়। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটেই জালের দেখা পায় স্বাগতিকরা। ৬৩ মিনিটে আবারও আর্সেনালের জালে বল পাঠায় পিএসভি।