আর্কাইভ থেকে বাংলাদেশ

জনমুখী বাজেট : এফবিসিসিআই

২০২১-২২ অর্থ বাজেটকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে মতিঝিলে নিজস্ব কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংগঠনের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন বলেন করোনার মাধ্যমেও জনমুখী বাজেট দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

একই সাথে টানা তৃতীয়বারের মতো বাজেট উপস্থাপন করায় অর্থমন্ত্রীকে সাধুবাদ জানান মোহাম্মদ জসিম উদ্দিন। বাজেটের চ্যালেঞ্জ হলো সুশাসন প্রতিষ্ঠা করা মুল্যস্ফিতি নিয়ন্ত্রণে রাখা। রাজস্ব আদায়ের ক্ষেত্রে অটোমেশন দরকার।

বাজেট ঘাটতি মেটাতে অভ্যন্তরীন ব্যাংক থেকে না নিয়ে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে জোর দেয়ার দাবি জানিয়েছে এফবিসিসিআই। আগামকর বিলুপ্ত করার প্রস্তাব থাকলেও তা করা হয়নি। তবে ভ্যাট ফাঁকিতে জরিমানা শর্ত সহজ করাকে ইতিবাচক বলে জানায় ব্যবসায়িদের এ নেতা।

এ সম্পর্কিত আরও পড়ুন