রংপুরে মির্জা ফখরুলকে পেয়ে উচ্ছ্বস নেতা-কর্মীদের
রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগে। এরপর সমাবেশস্থলে এসে হাজির হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঞ্চে উঠে দলীয় নেতা-কর্মীদের হাত উঁচিয়ে অভিবাদন জানান মির্জা ফখরুল। এসময় সমাবেশে আগতদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে পুরো এলাকা।
তারা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিভিন্ন স্থানে গুলিতে দলের নেতা-কর্মী নিহত হওয়ার প্রতিবাদসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ হচ্ছে।
কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনার পর আজ রংপুর বিভাগীয় শহরে দলটির এটি চতুর্থ গণসমাবেশ।