আর্কাইভ থেকে পর্যটন

বিশ্বের দীর্ঘতম যাত্রীবাহী ট্রেনের যাত্রা

সুইজারল্যান্ডে যাত্রা শুরু করলো বিশ্বের দীর্ঘতম যাত্রীবাহী ট্রেন। চলাচল করবে আল্পস পর্বতের গা ঘেঁষে বিখ্যাত আলবুলা-বার্নিনা রুটে। ১ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ ট্রেনে আছে ১০০টি কোচ। খবর এপির।

অনন্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সুইজারল্যান্ডের আকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে চলছে বিশাল ট্রেন। প্রেদা শহর থেকে শুরু হয়েছে যাত্রা। কখনও টানেলের ভেতর দিয়ে, কখনও ব্রিজ পার হয়ে এগিয়ে চলছে গন্তব্য বারগেনের দিকে।

সুইস রেলওয়ের ১৭৫ বছর পূর্তি উপলক্ষে রেলওয়ে কোম্পানি রিশেন তৈরি করেছে ১ দশমিক ৯ কিলোমিটারেরে এই ট্রেন। যা রেকর্ড গড়েছে বিশ্বের দীর্ঘতম যাত্রীবাহী ট্রেন হিসেবে। উদ্যোক্তাদের লক্ষ্য ছিল দেশের প্রযুক্তিগত অগ্রগতি তুলে ধরা।

বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া আলবুলা-বার্নিনা রুটে চলাচল করবে এই ট্রেন। প্রেদা থেকে বারগেনে যেতে পার হতে হবে ২২টি টানেল আর ৪৮টি ব্রিজ। ২৫ কিলোমিটারের এই ভ্রমণে সময় লাগবে ঘণ্টাখানেক।

এ সম্পর্কিত আরও পড়ুন