আর্কাইভ থেকে ক্রিকেট

আত্মজীবনীতে ওয়াসিম আকরামের বিস্ফোরক স্বীকারোক্তি

আত্মজীবনীমূলক বই লিখে তোলপাড় সৃষ্টি করেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

এবার আত্মজীবনী নিয়ে হাজির হয়েছেন আফ্রিদির ‘বস’ সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। নব্বই দশকে বিশ্বের তারকা সব ব্যাটারদের ত্রাস ছিলেন পাকিস্তানি পেসার ওয়াসিম আকরাম।

এতে বিস্ফোরক এক স্বীকারোক্তি দিয়েছেন এ কিংবদন্তি পেসার। তার সেই স্বীকারোক্তিতে বিস্মিত ক্রিকেটবিশ্ব।

নিজের ক্রিকেট ক্যারিয়ার শেষে তারকা এ পেসার ঝুঁকে পড়েছিলেন মাদকের জগতে। নিজের আত্মজীবনীমূলক বইয়ে মাদকের (কোকেন) কথা নিজেই স্বীকার করেছেন ওয়াসিম। তার এমন খবরে হতবাক ক্রীড়াপ্রেমি সব ভক্তরা।

ওয়াসিম আকরাম লিখেছেন- একটা সময় অন্ধকার জীবনে নিজেই ডুবে গিয়েছিলেন তিনি। খেলা ছাড়ার পর কোকেনে আসক্ত হয়ে পড়েছিলেন।

আকরাম আরও লিখেছেন, সবচেয়ে বাজে ব্যাপার হলো কোকেনের ওপর একসময় নির্ভরশীল হয়ে পড়ি! ইংল্যান্ডে একটা পার্টিতে প্রথম কোকেন গ্রহণ করেছিলাম। ধীরে ধীরে অভ্যাস বেড়ে যেতে থাকে। একটা সময় মনে হতো, শারীরিক ক্রিয়াকলাপের জন্য কোকেন নিতেই হবে! হুমা একদিন আমাকে ধরে ফেলে। আমার ওয়ালেটে কোকেনের প্যাকেট দেখে বলে, তোমার সাহায্য দরকার। আমি রাজি হয়ে যাই।

একদিন ওয়াসিমের প্রথম স্ত্রী হুমা হাতেনাতে ধরে ফেলেন তাকে। পরে সহধর্মিণীর সহায়তায় এই ভয়ঙ্কর নেশা থেকে বেরিয়ে আসতে সক্ষম হন ওয়াসিম।

তিনি লিখেন- আমার প্রতি হুমার শেষ যত্ন ছিল মাদক থেকে আমাকে বের করে আনা। আমি সেটি পেরেছিলাম। তার পর থেকে কোকেন আর ছুঁয়েও দেখিনি।

২০০৩ সালে ১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানেন ওয়াসিম আকরাম।

এ সম্পর্কিত আরও পড়ুন