আর্কাইভ থেকে ফুটবল

৭৭৫ ম্যাচ খেলা ক্রুসকে আজ প্রথমবার লাল কার্ড

দেড় দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছুই জিতেছেই টনি ক্রুস। তবু কোনো অহংবোধ নেই। ক্লাব ও জাতীয় দলের হয়ে ৭৭৫ ম্যাচ খেলা ক্রুসকে আজ প্রথমবার লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো।

এক ম্যাচে দুই বার হলুদ কার্ড দেখায় খেলার অতিরিক্ত মিনিটে মাঠ ছাড়তে হয় তাকে।

ফুটবল মাঠেও ক্রুস নিপাট ভদ্রলোক। প্রতিপক্ষ খেলোয়াড়কে কখনো বাজে ট্যাকল করেননি। রেফারি সঙ্গেও কখনো ঝামেলায় জড়াননি। ম্যাচ চলাকালীন সময়ে শাস্তিযোগ্য অপরাধ করে মাঠও ছাড়তে হয়নি।

রোববার রাতে শুরু থেকে জিরোনাকে চাপে রাখে রিয়াল মাদ্রিদ। এরপর আরও কিছু আক্রমণ করে স্বাগতিকরা তবে তা জালের দেখা না পেলে কোনো গোল না করেই বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে আবারও জোরালো আক্রমণ শুরু করে আনচেলত্তির শিষ্যরা। খেলার ৬৯ মিনিটের মাথায় স্বাগতিকরা পায় কাঙ্ক্ষিত গোলের দেখা। ফেদে ভালভার্দের ক্রস বক্স থেকে নিখুঁত শটে বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। এর ঠিক ১০ মিনিট পর সমতায় ফেরেন জিরোনা।

এ ম্যাচে ড্র এর পর ১২ ম্যাচে ১০ জয়ে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। অন্যদিকে সমান ম্যাচ খেলে ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। রিয়ালকে রুখে দেয়া জিরোনার অবস্থান ১৬ নম্বরে।

After 775 appearances, Toni Kroos took the first red card of his career, aged 32, with a smile.

#RMAGIRpic.twitter.com/8NWX7qVnV2

— Football España (@footballespana_) October 30, 2022

এ সম্পর্কিত আরও পড়ুন