আর্কাইভ থেকে বিএনপি

বহিষ্কৃত হলেন বিএনপি নেতা জালাল উদ্দিন

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটের বিশ্বনাথ পৌরসভার বিএনপির সভাপতি জালাল উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। তিনি পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী ছিলেন।

রোববার (৩০ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাডে লিখিতভাবে তাকে বহিষ্কার করার কথা জানানো হয়।

রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাডে বলা হয়েছে, জালাল উদ্দিনকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে, ১৬ অক্টোবর উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে অব্যাহতি চেয়ে বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হন জালাল উদ্দিন। দল থেকে বহিষ্কার এড়াতে তিনি আগেভাগেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দলীয় পদ থেকে পদত্যাগের আবেদন করেছেন বলে জানিয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা।

১০ অক্টোবর হ্যাঙ্গার প্রতীক পাওয়ার পর নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে আলোচনায় আসেন তিনি।

আগামী ২ নভেম্বর বিশ্বনাথ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন