আর্কাইভ থেকে বাংলাদেশ

বাজেট নিয়ে বিএনপির সমালোচনা অন্ধবিদ্বেষপ্রসূত : কাদের

করোনার এই সংকটকালীন সময়ে বাস্তবমুখী, সময়োপযোগী, ব্যবসা ও বিনিয়োগ বান্ধব বাজেট দিয়েছে সরকার। সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের নিশ্চয়তা দিয়েই বাজেট প্রস্তাব করা হয়েছে। বাজেট নিয়ে বিএনপির সমালোচনা তাদের অন্ধবিদ্বেষপ্রসূত। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (৪ জুন) বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন ফর্ম বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন কাদের।

কাদের বলেন, বিএনপি ভালো কিছু দেখতে পায় না। বাজেট সমালোচনা তাদের  কথামালার চাতুরী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংগঠনকে গতিশীল করতে জেলা-উপজেলার মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলন শিগগিরই শুরু হবে। মহানগর উত্তরের সদস্য সংগ্রহের জন্য ২৭টি টিম করা হয়েছে। সদস্য কারার ক্ষেত্রে স্বাধীনতাবিরোধী অপশক্তি এবং সন্ত্রাসী ও চাঁদাবাজির সাথে জড়িত বিতর্কিতদের সদস্য করা যাবে না। তাদেরকে সদস্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, ঢাকা মহানগরের কমিটি করার ক্ষেত্রে স্থানীয়দের প্রাধান্য দেয়া হবে। ঢাকা, কুমিল্লা ও সিলেটের উপনির্বাচনে প্রার্থিতার বিষয়টি ১২ জুন মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত করা হবে। ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মনোনয়ন দেয়া হবে।

মুক্তা মাহমুদ

 

এ সম্পর্কিত আরও পড়ুন