অজ্ঞান পার্টির হাতে প্রাণ হারালেন রিকশাচালক
রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
নিহত মো. আকবর(৪৫) যাত্রাবাড়ীর কাজলা নতুন রাস্তার কাঠের মসজিদ এলাকায় থাকতেন।
রোববার (৩০ অক্টোবর) রাতে হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান।
তিনি জানান, গেলো শুক্রবার (২৮ অক্টোবর) দিনগত রাতের যেকোনো সময় যাত্রাবাড়ীর কাজলা নতুন রাস্তা এলাকায় আকবরকে অজ্ঞান করে অটোরিকশা নিয়ে যায় অজ্ঞান পার্টি। পরে একজন রিকশাচালক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এসআই আশরাফুজ্জামান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।