আর্কাইভ থেকে প্রবাস

হোটেলে নয় বরং নিজ বাড়িতেই কোয়ারেন্টিন চান প্রবাসীরা

ফাইজার, অক্সফোর্ড, জনসন ও মডার্নার টিকা যারা গ্রহণ করেছেন, তাদের ভ্রমণে বাধা নেই বলছে কুয়েত সরকার । এদিকে বাংলাদেশ সিভিল এভিয়েশন নতুন বিজ্ঞপ্তিতে ৪ জুন (শুক্রবার) থেকে দেশে গেলে নিজ খরচে কুয়েত ও ওমান প্রবাসীদের তিন দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের নির্দেশনা দিয়েছে।  

প্রবাসীরা দেশে যাওয়ার ৭২ ঘণ্টা আগে করোনা নেগেটিভ সনদ নিয়ে যাচ্ছেন। আবার এদের মধ্যে টিকাও নিয়েছেন অনেকে। প্রবাসীরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের পরিবর্তে হোম কোয়ারেন্টাইনের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন।

প্রবাসীরা বলছেন, কোয়ারেন্টাইন বাধ্যতামূলক হলে হোটেল খরচ সরকারকে বহন করতে হবে। এ সময়ে রোজগার কমেছে বিমান ভাড়া বেড়েছে। তাদের পাশে থাকতে সরকারের কাছে দাবী জানান প্রবাসীরা।

নিয়ম অনুযায়ী টিকা না দিলে কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না প্রবাসীদের কুয়েত সরকারের এমন নির্দেশনার পর ছুটিতে থাকা প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে কুয়েত সরকার অনুমোদিত টিকা প্রদান করে কর্মস্থলে ফেরা সুযোগ দেওয়া হয়েছে।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন