আর্কাইভ থেকে বাংলাদেশ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর বাতিল চায় শিক্ষার্থীরা

প্রস্তাবিত বাজেটে বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপ ১০ জুনের মধ্যে বাতিল না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

আজ শুক্রবার (৪ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তারা এ হুশিয়ারি বার্তা জানান।

লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, আপনারা দেখেছেন বিগত ২০১০ ও ২০১৫ সালে বেসরকারি শিক্ষা ব্যবস্থার ওপরে সরকার অযৌক্তিক ভ্যাট চাপানোর চেষ্টা করছে। তখন থেকে এর বিরুদ্ধে ‘নো ভ্যাট অন এডুকেশন’নামে শিক্ষার্থীরা সরব ছিল। বেসকারি শিক্ষা ব্যবস্থাকে পণ্যে রূপান্তরের যে অপচেষ্টা তা রুখে দিয়ে ২০১৫ সালে সরকারকে ভ্যাট প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছিল। এবারও আগের মতো আমরা বলতে চাই শুধু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নয়, যেখানেই শিক্ষাকে পণ্যে রূপান্তরের ন্যূনতম চেষ্টা চলবে সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলব।

সংবাদ সম্মেলন যে ছয়টি দাবি করা হয়

১. ১৫ শতাংশ ভ্যাট বাতিল করতে হবে।

২. বিশ্ববিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব ইউজিসিকে খতিয়ে দেখতে হবে।

৩. সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অভিন্ন টিউশন ফি নীতিমালা প্রণয়ন করতে হবে।

৪. সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অভিন্ন গ্রেডিং পদ্ধতি চালু করতে হবে।

৫. গবেষণা খাতে বরাদ্দ বাড়াতে হবে।

৬. শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিশ্চিতে প্রণোদনা দিতে হবে।

আগামী ১০ জুনের মধ্যে দাবিগুলো মেনে নেয়া না হলে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।

এমএম/

এ সম্পর্কিত আরও পড়ুন