চাঁদপুরে প্রায় ৫০০ কেজি পচা ইলিশ মাছ জব্দ
চাঁদপুরে পচা ও খাওয়ার অযোগ্য প্রায় ৫০০ কেজি ইলিশ মাছ জব্দ করে মাটিতে পুঁতে ফেলেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে শহরের বড় স্টেশন এলাকায় চাঁদপুর মাছঘাটে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়।
চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাস জানান, চাঁদপুর মাছ ঘাট থেকে পচা ও খাওয়ার অযোগ্য প্রায় ৫০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মাছের মালিক আগেই পালিয়ে যান। একাধিকবার ঘোষণা করলেও কেউ মাছের মালিকানা দাবি করেননি।
পরে জব্দকৃত মাছ পচা ও খাওয়ার অযোগ্য বিধায় মাছগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।