মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীলতা বেড়েছে- সিইসি
ভোট কেন্দ্রে অনিয়ম বন্ধে সিসি ক্যামেরার কারণে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীলতা বেড়েছে এবং অনিয়মও অনেকাংশে। বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বুধবার (২ নভেম্বর) আগারগাঁও নির্বাচন কমিশনে চারটি পৌরসভার নির্বাচন মনিটরিং করার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সিলেটের বিশ্বনাথ, চট্টগ্রামের ফটিকছড়ি, জামালপুরের হাজরাবাড়ী, দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা নির্বাচন কমিশন থেকে সিসি ক্যামেরা কন্ট্রোল রুমের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। সিইসিসহ চার কমিশনার উপস্থিত আছেন।
চার পৌরসভার ৩৬টি ওয়ার্ডের ভোটকেন্দ্রের সংখ্যা ৬২টি। ভোটকক্ষ রয়েছে ৩৮৩টি। ৫০৫টি সিসিটিভি বসানো হয়েছে। নির্বাচনে এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।