আর্কাইভ থেকে দেশজুড়ে

জগন্নাথপুরে ইভিএমে ভোটার গ্রহন চল‌ছে

সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত প্রবাসী অধ্যুষিত ঐতিহ্যবাহী উপজেলা। এ উপজেলার মোট ভোটার সংখ্যা এক লাখ ৯০ হাজার ৩৯ জন। পুরুষ ভোটার ৯৫ হাজার ৩২৩ ও নারী ভোটার ৯৩ হাজার ৭১৬ জন। ভোটকেন্দ্র রয়েছে ৮৯টি।

বুধবার (২ নভেম্বর) সকা‌লে ক‌য়েক‌টি ভোটার কে‌ন্দ্রে গি‌য়ে দেখা গে‌ছে ভোটার সংখ‌্যা কম। ভোটা‌রের লাইন দেখা যায়নি।

৮৯টি ভোট কেন্দ্রে ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুরো উপজেলায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এছাড়াও পুলিশ, বিজিবির পাশাপাশি র‌্যাবও আইন শৃংখলা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবেন। ইভিএমে ভোটগ্রহণের দায়িত্ব রয়েছেন ৮৯জন প্রিসাইডিং অফিসার ও ৫২৯ জন সহকারি প্রিসাইডিং অফিসার ও ১০৫৮জন পোলিং অফিসার। ২৯টি মোবাইল টিম, ৮টি স্ট্রাইকিং টিম, ১২জন সাদা পোশাকে ডিউটি করবে, ৬সদস্য বিশিষ্ট ১টি ডিবির টিম, থানার কন্ট্রোলরুম ১টি, ৮ সদস্য বিশিষ্ট থানায় স্ট্যান্ডবাই পুলিশ সদস্য সহ সব মোট ৬৭৪ জন ফোর্স মাঠে থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন