আর্কাইভ থেকে আফ্রিকা

শালীন পোশাক না পরায় সংসদ সদস্যকে বের করে দিলেন স্পিকার

নজিরবিহীন এক ঘটনা ঘটেছে তানজানিয়ার সংসদে। পোশাক শালীন না হওয়ায় সংসদ থেকে বের করে দেওয়া হলো কনডেস্টার সিচওয়াল নামের এক সংসদ সদস্যকে। ওই নারী সাংসদ সংসদে টাইট জিন্স প্যান্ট পরে এসেছিলেন।

স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়, টাইট জিন্স প্যান্ট পরায় স্পিকার জব দুগাই তাকে সংসদ থেকে বের করে দেন। স্পিকার ওই নারী সাংসদকে লক্ষ্য করে বলেন, ‘বেরিয়ে যান। ভালো পোশাক পরে আমাদের সঙ্গে যোগ দেবেন।’

ঘটনার পর স্পিকার পুরুষ সংসদ সদস্যদের লক্ষ্য করে বলেন, আমাদের কোনো কোনো বোন উদ্ভট পোশাক ব্যবহার করেন। তারা আসলে সমাজকে কী বোঝাতে চায়।’

অন্য এক পুরুষ সদস্য বলেন, ‘সংসদ সমাজেরই প্রতিবিম্ব। এখানে কোনোরকম অশালীনতা গ্রাহ্য করা যায় না।’ 

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়োর লোকসংখ্যার ৬১ ভাগ খ্রিস্টান, ৩৫ ভাগ মুসলমান। অন্যরা আফ্রিকান ধর্মের অনুসারী।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন