আর্কাইভ থেকে রোগব্যাধি

পাঁচ পদের সিরাপ ব্যবহারে সতর্কতা জারি করল সরকার

মাত্রাতিরিক্ত পরিমাণে ক্ষতিকর ইথিলিন গ্লাইকল ও ড্রাই ইথিলিনগ্লাইকল থাকায় বিদেশি তিনটি প্রতিষ্ঠানের পাঁচ পদের সিরাপ ব্যবহার করা থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

আজ বুধবার (২ অক্টোবর) ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. আসরাফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিরাপগুলোতে মাত্রাতিরিক্ত পরিমাণে ইথিলিন গ্লাইকল ও ড্রাই ইথিলিনগ্লাইকল পাওয়া যাচ্ছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা (ডব্লিউএইচও) র‌্যাপিড অ্যালার্ট টিম অবগত করেছে।

যে পাঁচ পদের সিরাপের বিষয়ে রেড অ্যালার্ট করা হয়েছে তা হলো- পিটি কোনিমিক্সের প্যারিসিটামল ১৬০ এমজি, পিটি এয়ারিন্ড ফার্মাটিমার প্যারিসিটামল ১২০ এমজি, চলোরপিনিরামি মেলঅ্যাড ০.৫ এমজি, সিউডোহিডিরিন এইচসিআই ৭.৫ এমজি, ডেস্কট্রোমেথহোরহান এইচবিআর ৫ এমজি, ইউনির্ভাসেল ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রির প্যারিসিটামল ১২০ এমজি, গাইফেনসিন ২৫ এমজি, চলোরফিহেন ইরামিন মেলঅ্যাট এক এমজি, প্যারিসিটামল ১২০ এমজি, প্যারিসিটামল ১০০ এমজি।

ওষুধ প্রশাসন অধিদপ্তর উপরিল্লিখিত ওষুধগুলো ব্যবহার থেকে বিরত ও সতর্ক থাকার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন