আর্কাইভ থেকে ক্রিকেট

আম্পায়ারের সিদ্ধান্ত না মানার সুযোগ ছিল না সাকিবের

ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে কিছু না কিছু বিতর্ক থাকে সবসময়। এবার বির্তক বৃষ্টি শেষে বাংলাদেশ দলকে দেয়া ৯ ওভারে ৮৫ রানের লক্ষ্য। যা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। সাকিবের নিজেরও পাল্টা প্রশ্ন ‘আমাদের না মানার কোনো সুযোগ ছিল?’

ভারতের কাছে ৫ রানে হারের পর বুধবার সংবাদ সম্মেলনে বৃষ্টি আইন নিয়ে সাকিব বলেন, আমি যেটা প্রথম থেকেই বলে আসছি যে এটা ভারতের পক্ষেও সমান-সমান ছিল। দুই দলই চাচ্ছিল যে খেলাটা হোক। আমি প্রেফার করি ২০ ওভারের পুরাটাই যেন হয়। এটা আমাদের জন্যই ভালো আমি সবসময় মনে করি। আমরা কোনো মুহৃর্তেই চিন্তা করিনি যে বৃষ্টি আইন আসতে পারে। বৃষ্টি তো হওয়ার কথাই ছিল না, তাও হয়েছে। আমরা আশাবাদী ছিলাম যে পুরা ম্যাচটাই হবে। কিন্তু যেটা হয়েছে আমার কাছে মনে হয় না খুব ভিন্ন কিছু করেছে খেলার ক্ষেত্রে কিংবা আমাদের পারফরম্যান্সের ক্ষেত্রে। বৃষ্টিটা না হলে আমাদের যে মোমেন্টাম টা ছিল ওটা ভালো থাকতে পারতো। এটাও আসলে বলার কোনো নিশ্চয়তা নেই।’

সাকিবকে জিজ্ঞাসা করা হয়েছিল বৃষ্টির বিরতিতে কী কথা হয়েছিল আম্পায়ারের সঙ্গে। আম্পায়ারের সিদ্ধান্ত মানতে আপত্তি ছিল কিনা বাংলাদেশ অধিনায়কের? তখন সাকিব পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন, ‘আমাদের না মানার কোনো সুযোগ ছিল?’

সাকিব আরো বলেন, ‘আম্পায়ার দুই অধিনায়ককে ডেকেছিলেন। তারা আমাদের জানিয়েছিলেন পরিবর্তিত লক্ষ্য এবং নিয়ম কী। আমাদের কত ওভার আরও খেলতে হবে এবং আমাদের লক্ষ্য কী হবে। এটুকুই।’ -এভাবেই দুটো কথা বলে থেমে গেলেন বাংলাদেশ অধিনায়ক!

 

এ সম্পর্কিত আরও পড়ুন