চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণচেষ্টা: চালকের ৫ বছরের কারাদণ্ড
সুনামগঞ্জের দিরাই উপজেলায় চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণচেষ্টা মামলায় বাসচালককে পাঁচ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এ সময় বাকি দুই আসামিকে খালাস দিয়েছেন।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় ঘোষণা করবেন।
জানা গেছে, শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে সিলেটের লামাকাজী থেকে দিরাইয়ে যাওয়ার পথে ওই কলেজছাত্রীকে চালক ও হেলপার ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রী চলন্ত বাস থেকেই লাফিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এদিকে এ ঘটনায় ২৭ ডিসেম্বর রাতেই ছাত্রীর বাবা বাদী হয়ে বাসচালক শহীদ মিয়া ও হেলপার রশিদ আহমদকে আসামি করে দিরাই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।