বিচারপতি মানিকের ওপর হামলা মামলায় গ্রেপ্তার ৪
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলাটি অধিকতর তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হবে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এ কে এম হাফিজ আক্তার।
তিনি জানান, অবসরপ্রাপ্ত বিচারপতি মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় পল্টন থানায় মামলা হয়েছে।
বুধবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টন এলাকায় নিজ গাড়িতে যাওয়ার পথে একটি মিছিল থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি মানিকের ওপর হামলা চালানো হয়। এসময় তার গাড়ি ভাঙচুর করে একদল দুর্বৃত্ত ।
ঘটনার পর পল্টন থানায় মামলা করা হয়। এতে অজ্ঞাতনামা ৫০ জন বিএনপি নেতা-কর্মীকে আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, বিএনপির মিছিল থেকে শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা হয়। রাত সাড়ে ১১টার দিকে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সালাহউদ্দিন মিয়া জানান, হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় সামসুদ্দিন চৌধুরীর গানম্যান রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। ঘটনাস্থলের ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ফুটেজ দেখে জড়িতদের গ্রেপ্তার করা হবে।
বিচারপতি মানিক জানিয়েছেন, বুধবার বিকেল ৪টা থেকে সোয়া ৪টার দিকে একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে মতিঝিল থেকে কারওয়ান বাজার যাচ্ছিলেন। তিনি পল্টন এলাকায় পৌছুলে বিএনপির সমাবেশ থেকে হামলা চালানো হয়।
তাঁর অভিযোগ বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। মাথায় প্রচুর ব্যথা করছে। ডাক্তাররা বলছিলেন এমআরআই করতে। একারনে ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
এদিকে বিচারপতির উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুল।