এমন ওষুধ ছিটাবেন না, যা ক্ষতিকর: তাজুল ইসলাম
ডেঙ্গু নিয়ন্ত্রণে এমন কোনো ওষুধ ছিটানো যাবে না, যার মাধ্যমে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হবে, সেরকম কোনো ওষুধ দেয়া যাবে না। সেসব দিক বিবেচনা করে আমরা সঠিক ওষুধ নির্ধারণ করে দিয়েছি সিটি করপোরেশনকে। বললেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) মহাখালী ডিএনসিসি হাসপাতাল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আমাদের সিটি করপোরেশনগুলোর প্রতিটি ওয়ার্ডকে দশটি জোনে ভাগ করে মশক নিধন কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেখানে কাউন্সিলরদের নেতৃত্বে স্থানীয় ব্যক্তিদের সম্পৃক্ত করে জনগণকে সচেতন করার পাশাপাশি সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রম আরও বেশি জোরদার করা হচ্ছে।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আমাদের একার পক্ষে বা শুধু সিটি করপোরেশনের পক্ষে ডেঙ্গু মোকাবিলা করা কঠিন কাজ, সেক্ষেত্রে প্রতিটি মানুষকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে।
তাজুল ইসলাম আরও বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোতে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য বা মশক নিধন কার্যক্রমকে আরও বেগবান করার জন্য পর্যাপ্ত পরিমাণে লোকবল দেয়া হয়েছে এবং সঠিক ওষুধ নির্ধারণ করে দেয়া হয়েছে।