আর্কাইভ থেকে বলিউড

মায়ের সঙ্গে ভিকির ভিডিও দেখে যে মন্তব্য ক্যাটরিনার

বৃহস্পতিবার ছিলো ভিকি কৌশলের মা মা বীণা কৌশলের জন্মদিন। এদিন মায়ের সঙ্গে আলসে দুপুরের ছবি ভাগ করে নিলেন ভিকি কৌশল। সব সময়ই মায়ের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে ভিকির। শুধু ভিকি নন, শাশুড়ির সঙ্গে ভাল সম্পর্ক ক্যাটরিনারও।

নারী দিবসের দিন মা ও স্ত্রী দুজনের ছবি পোস্ট করে ভিকি লেখেন, ‘আমার শক্তি।’এ বার বীণা কৌশলের জন্মদিনে মায়ের সঙ্গে আদুরে বার্তা দিলেন দুই ভাই ভিকি ও সানি। সেই ছবি দেখে চট জলদি প্রতিক্রিয়াও দিলেন ক্যাটরিনা।

ভিকি কৌশল যে ভিডিওটি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে দুপুরের নরম রোদ গায়ে মেখে অভিনেতা মায়ের হাতের তেল মালিশ উপভোগ করছেন। এই ভিডিওটি ভাগ করে ভিকি লেখেন, ‘মা তোমার হাতের মার ও মালিশ দুটোতেই শান্তি আছে, তোমাকে ভালোবাসি।’

অভিনেতার মায়ের জন্মদিনে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন তার অনুরাগীরা। মা-ছেলের এই ছবি দেখে সঙ্গে সঙ্গে হৃদয়ের ইমোজি জুড়ে দেন ক্যাটরিনাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানান, তার শাশুড়ি তাকে ‘কিট্টো’ বলে ডাকেন।

ক্যাটরিনা জানান, বিয়ের পর থেকেই তার শাশুড়ি তাকে বিভিন্ন ধরনের পরোটা তৈরি করে খাওয়ান। তবে নায়িকা বউমার ডায়েটের কথা মাথায় রেখে এখনও মিষ্টি আলুর পদ রান্না করে খাওয়ান।

গেলো বছর ৯ ডিসেম্বর বিয়ে করেছিলেন জুটিতে। দেখতে দেখতে বিবাহবার্ষিকীও এসে পড়ল তারকা যুগলের। অন্য দিকে ভিকির সামনে রয়েছে একাধিক ছবির মুক্তি। যার মধ্যে অন্যতম প্রতীক্ষিত ছবি হল মেঘনা গুলজার পরিচালিত ‘সাম বাহাদুর’।

 

View this post on Instagram
 

A post shared by Vicky Kaushal (@vickykaushal09)

এ সম্পর্কিত আরও পড়ুন