আর্কাইভ থেকে বাংলাদেশ

বাজেটে নিম্ন আয়ের মানুষের জন্য পরিকল্পনা নেই; গণ সংহতি আন্দোলন

এবারের বাজেটে নিম্ন আয়ের মানুষ, শ্রমিক ও নতুন করে যারা দরিদ্র সীমার নিচে নেমেছে, তাদের জন্য কোনো পরিকল্পনা রাখা হয়নি। বাজেটটি  জবাবদিহিতাহীন কর্তাব্যক্তিদের সুবিধানীতিতেই করা হয়েছে।

এমন মন্তব্য করেছেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। সকালে ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেট বিষয়ে সংবাদ সম্মেলনে নির্বাহী কমিটির পক্ষে তিনি এসব অভিমত জানান।  জোনায়েদ সাকী বলেন, স্বাস্থ্য খাতে বরাদ্দের সব দাবি ও পরামর্শ উপেক্ষা করা হয়েছে। শিক্ষা খাতে ক্ষতি পুষিয়ে নেয়ার পরিকল্পনাও এই বাজেটে নেই।

রাজধানীর হাতিরপুলে রোজভিউ প্লাজায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  

এ সম্পর্কিত আরও পড়ুন