আর্কাইভ থেকে উত্তর আমেরিকা

ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় গুলিবিদ্ধ ১০

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় আহত হয়েছেন ১০ জন । স্থানীয় সময় শনিবার (৫ নভেম্বর) রাতে সাউথ স্ট্রিটের কেনসিংটন ও অ্যালেগেনি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

রোববার (৬ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন থেকে জানা গেছে, হামলার ঘটনায় রয়টার্সকে প্রাথমিকভাবে কোনো তথ্য দিতে নারাজ ফিলাডেলফিয়া পুলিশ। হামলায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে তারা। তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীদের ব্যাপারে সব তথ্য পাওয়া যায়নি।

গত কয়েক মাসে বন্দুক হামলায় নিউইয়র্কে ১০ জন কৃষ্ণাঙ্গ, টেক্সাসে ১৯ জন শিশু ও দুইজন শিক্ষক নিহত হন। এ ছাড়া ওয়াশিংটনসহ আরও কয়েকটি অঙ্গরাজ্যে বন্দুক হামলায় নিহত হন আরও বেশ কয়েকজন।

যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান বলছে, ২০২০ সালে দেশটিতে ১৯ হাজার ৩৫০টি বন্দুক হামলার ঘটনা ঘটে, যা ২০১৯ সালের তুলনায় ৩৫ শতাংশ বেশি।

এ ছাড়া গবেষণা প্রতিষ্ঠান গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য বলছে, বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রজনিত মৃত্যুহার সবচেয়ে বেশি। চলতি বছর যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ২০ হাজার নয়শ’র বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে আত্মহত্যার ঘটনাও আছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন