আর্কাইভ থেকে দেশজুড়ে

এমপির কাছ থেকে ফুলের মালা নেয়া ইউপি সদস্য হেরোইনসহ আটক

রাজশাহীর পুঠিয়ায় হেরোইনসহ ফরমান আলী নামে এক ইউপি সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ রোববার (০৬ নভেম্বর) রাজশাহী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বিষয়টি নিশ্চত করেন।

দুপুরে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকা থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১শ’গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। আটক ইউপি সদস্য পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য। সম্প্রতি পুঠিয়া-দুর্গাপুর আসনের এমপি মুনসুর তার বাড়িতে ফরমান আলীকে ফুল দিয়ে বরণ করে নেন। এমপির সঙ্গে ফরমানের বেশ সখ্যতা ছিলো বলেও দাবি করেন অনেকেই।

ওসি আব্দুল হাই জানান, রোববার দুপুরে বানেশ্বর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১শ’গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ইউপি সদস্য ফরামান আলী একজন মাদকাসক্ত ব্যক্তি। সাথে তিনি মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। তিনি এলাকায় মাদকের গডফাদার নামেও পরিচিত। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন