আগামীকাল পূর্ণ চন্দ্রগ্রহণ, দৃশ্যমান হবে বাংলাদেশেও
চাঁদ যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে তেমন পৃথিবীও সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এইভাবে একটা সময় চাঁদ, সূর্য, পৃথিবী ঘুরতে ঘুরতে এক সরলরেখায় আসে তখন পৃথিবীর ছায়া চন্দ্রের উপর পড়ে এবং সংগঠিত হয় চন্দ্রগ্রহণ।
মঙ্গলবার (৮ নভেম্বর) পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটবে এই পূর্ণ চন্দ্রগ্রহণটি ঘটবে বিকাল চারটা ১৬ মিনিট ১৮ সেকেন্ডে। আবহাওয়া ভালো থাকলে কিংবা আকাশ পরিষ্কার থাকলে এই দৃশ্য দেখা যাবে বাংলাদেশ থেকে।
রাজধানীসহ বাংলাদেশের সকল বিভাগীয় শহরগুলোতে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। যা শুরু হবে বিকাল ৫ টা ৫ মিনিটে এবং শেষ হবে রাত ৮ টা ২ মিনিট ৪৮ সেকেন্ডে।
মঙ্গলবার এই পূর্ণ চন্দ্রগ্রহণটি শুরু হবে বিকাল ৪:১৬ মিনিট ১৮ সেকেন্ড। চন্দ্রগ্রহণটির গতিপথ হবে যুক্তরাজ্যের হাওয়ায় দ্বীপের অশান ভিউ থেকে উত্তর প্রশান্ত মহাসাগর পর্যন্ত। এবং কেন্দ্রীয় গ্রহণ হবে বিকাল ৪:৫৯ মিনিট ৬ সেকেন্ডে। চাঁদের নির্গমন ঘটবে ৫ টা ৪২ মিনিটে পূর্ণগ্রহণ থেকে।