সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ইউপি সদস্য
পঞ্চগড়ের সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে ইজিবাইকের ধাক্কায় বেলাল হোসেন (৬৮) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য ছিলেন।
নিহত বেলাল হোসেনের বাড়ি ওই ইউনিয়নের গাঞ্জাবাড়ি এলাকায়। তিনি একই এলাকার মৃত তজুল মোহাম্মদের ছেলে।
রোববার (৬ নভেম্বর) রাতে উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের গোয়ালপাড়া-গীতাপাড়া এলাকার পঞ্চগড়-আটোয়ারী আঞ্চলিক সড়কে এই দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) দুলাল উদ্দীন।
পুলিশ জানান, রোববার রাতে পঞ্চগড় শহর থেকে ইজিবাইকে করে তিনি গাঞ্জাবাড়ি এলাকায় নিজ বাসায় ফিরছিলেন। এসময় তারা সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের গোয়ালপাড়া-গীতাপাড়া এলাকায় পৌঁছলে পঞ্চগড়-আটোয়ারী আঞ্চলিক সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরকে ধাক্কা দেয় ওই ইজিবাইকটি। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে সড়কে লুটিয়ে পড়েন তিনি।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক নুর আলম তাকে মৃত ঘোষণা করেন।