ডিজিটালে দর্শকপ্রিয়তায় এগিয়ে যাচ্ছে বায়ান্ন টিভি
বায়ান্ন টিভি বাংলাদেশের একটি নতুন বেসরকারি (প্রস্তাবিত) এইচডি স্যাটেলাইট টেলিভিশন। স্যাটেলাইটে এখনও না আসলেও ডিজিটাল ফ্ল্যাটফরমে সরব। ইতোমধ্যে বায়ান্ন টিভি বর্তমানে ডিজিটাল মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
চ্যানেল বায়ান্ন তথা বায়ান্ন টিভিতে বিশেষ প্রচারিত সংবাদ, স্লাইড, ছোট ভিডিও দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। অফিসিয়াল দুটি ফেসবুক পেজ ও ইউটিউবে প্রায় ১ মিলিয়ন দর্শক এ সংবাদমাধ্যমটিকে অনুসরণ করে।
- বায়ান্ন টিভি অফিসিয়াল ফেসবুক ফেজ- https://fb.com/BayannoTelevision
- বায়ান্ন টিভি নিউজ ফেসবুক ফেজ- https://fb.com/BayannoDigital
- বায়ান্ন টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/@BayannoTelevision
অনলাইনে পাঠকদের জন্যে রয়েছে আলাদা নিউজ পোর্টাল ‘বায়ান্ন ডট কম’। এতে জাতীয়, আন্তর্জাতিক, খেলাধুলা, বিনোদনসহ বিভিন্ন বিষয়ের সংবাদ প্রকাশ হচ্ছে।
টেলিভিশনটির প্রধান সম্পাদক সৈয়দ আশিক রহমানের নেতৃত্বে একদল নির্ভীক, দক্ষ, উদ্যমী ও কঠোরপরিশ্রমী কর্মী এখানে কাজ করছেন। সর্বাধুনিক তথ্য-প্রযুক্তি দিয়ে সাজানো হচ্ছে নিউজ রুম, অনুষ্ঠান বিভাগ ও সম্প্রচার বিভাগ।
বায়ান্ন টিভি ১ অক্টোবর, ২০১৩ সালে স্যাটেলাইট টেলিভিশন হিসেবে অনুমোদন লাভ করে। ‘ভাষা থেকে স্বাধীনতা’ এ শ্লোগানে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে লগো উন্মোচনের মাধ্যমে এটি ডিজিটাল মাধ্যমে সম্প্রচার কার্যক্রম শুরু করে। এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।
ডিজিটাল মাধ্যমে বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আরটিভির সহযোগী প্রতিষ্ঠান এটি। বায়ান্ন টিভি বর্তমানে ৪৩৭ তেজগাঁও শিল্প এলাকায় বেঙ্গল স্কয়ার ভবন থেকে এর সম্প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছে।