কাভার্ড ভ্যানের চাপায় সাংবাদিকের মৃত্যু
নরসিংদীর বেলাবোতে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিউজ টুয়েন্টিফোর ডট কম’র যুগ্ম বার্তা সম্পাদক ও দৈনিক যায় যায় দিনের সহ-সম্পাদক, বিশিষ্ট কবি ও সংগীত গীতিকার মোঃ ওমর ফারুক বিশাল (৩২) মারা গেছেন।
সোমবার (৭ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভৈরব হাইওয়ে পুলিশের ইনচার্জ মোজাম্মেল হোসেন।
তিনি জানান, সকালে বাড়ি থেকে গাজীপুর যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ অফিস সংলগ্ন স্থানে পৌঁছলে সিলেটগামী ফ্রেশ কোম্পানীর একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওমর ফারুক বিশাল নিহত হন।
এ সময় তার সহযোগী মোটরসাইকেল চালক মোঃ ইমাম হোসেন স্বজল গুরুতর আহত হন। পরে তার অবস্থার অবনতি হলে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।