আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

অংশগ্রহণমূলক নির্বাচন চেয়ে সকালে ঢাকা ছাড়েন আফরিন

নির্বাচনী হাওয়া লেগেছে দেশের রাজনীতির পালে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বড় দলগুলোও তাই ব্যস্ততা বেড়েছে সভা সমাবেশ আর মিটিং-মিছিলে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিদেশি বন্ধু ও উন্নয়ন সহযোগিরাও। দুদিনের সফর শেষ করে সোমবার সকালে ঢাকা ছাড়েন আফরিন।

তবে কাটছে না সংকট। নির্বাচন ইস্যুতে সেই বিরোধের জায়গাটাই বোঝার চেষ্টা করেছেন দুদিনের সফরে ঢাকায় আসা মার্কিন কূটনীতিক দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার।

দেশের রাজনীতিবিদ থেকে শুরু করে কূটনীতিবিদ দুই দিনের সফরে সমানতালে বৈঠক করেছেন সবার সঙ্গে। যাবার সময় জানালেন, যুক্তরাষ্ট্র আসছে নির্বাচনে দেখতে, চায় সব দলের অংশগ্রহণ।

আফরিন আক্তার বলেন, রাজনৈতিক নেতাদের একে অপরের প্রতি বিশ্বাস ও আস্থা দেখেছি। আমার সকল বৈঠকে স্বচ্ছ ও অবাধ নির্বাচনের কথা বলেছি। যুক্তরাষ্ট্র সকল দলের অংশগ্রহণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেখতে চায়।

তবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, আফরিনের সঙ্গে বৈঠকে আলাদা করে আসেনি নির্বাচন প্রসঙ্গ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন