আর্কাইভ থেকে বিএনপি

আগুন সন্ত্রাস করেছে আওয়ামী লীগ: মির্জা আব্বাস

আগুন সন্ত্রাস বিএনপি করে না, আগুন সন্ত্রাস করেছে আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের এমপি। বরিশালের এক এমপি বিহঙ্গ পরিবহণে আগুন লাগিয়েছিল। এটা প্রেসক্লাবের সামনে তার নেতাকর্মীরা প্রকাশ করেছিল। বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ মঙ্গলবার(৮ নভেম্বর)  দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে মির্জা আব্বাস এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘অগ্নিসন্ত্রাস শব্দটিকে ব্যবহার করে বিএনপির ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। অপরাধ করে কারা, আর চাপিয়ে দেয় বিএনপির লোকজনের ওপর। আগবাড়িয়ে আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাসের কথা বলছে। কারণ, আন্দোলন করার সময় আওয়ামী লীগ যে কাজটি করবে, সেটাই তারা এখন বলছে। এই কাজ আওয়ামী লীগ বহুবার করেছে। এখন আবার করবে, তা আগেই বলে দিচ্ছে।’

আব্বাস আরও বলেন, ‘আওয়ামী লীগ সব সময় বলে, বিএনপির ১৩ বছরে ১৩ মিনিটও আন্দোলন করতে পারেনি। এখন আমরা প্রেসক্লাব নয়াপল্টনের গণ্ডি পেরিয়ে সারা দেশে বিভাগীয় সমাবেশ করছি। সেই বিভাগীয় সমাবেশে জনস্রোত ঠেকাতে এই সরকার এমন কোনো চেষ্টা নেই, যা তারা করেনি। আমাদের সমাবেশকে কেন্দ্র করে সকল ধরনের যানবাহন, লঞ্চ, খেয়া এমনকি রিকশা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। সমস্ত পরিবহণ ব্যবস্থা অচল করে দিয়েছে।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন