আর্কাইভ থেকে বাংলাদেশ

বাজেটে অর্থমন্ত্রী তথ্যের নৈরাজ্য ঘটিয়েছেন; সিপিডি

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাজেটে অর্থমন্ত্রী তথ্যের নৈরাজ্য ঘটিয়েছেন। অর্থমন্ত্রীর দেয়া তথ্যে গড়মিল রয়েছে। এমন মন্তব্য করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডির সম্মানিত ফেলো ড.দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন,করোনা সংক্রমণের কারণে গেল প্রায় দেড় বছরে দেশের আর্থিক ক্ষতি যেই হয়েছে,তার কোন প্রভাব ফুটে উঠেনি।  

রোববার (৬জুন) সকালে সিপিডির উদ্যোগে ভার্চুয়ালী আয়োজিত আলোচনা সভায় দেবপ্রিয় এসব মন্তব্য করেন। দেবপ্রিয় আরো বলেন,করোনার কারণে নতুন সৃস্ট দারিদ্রের কথা বাজেটে অস্বীকার করা হয়েছে। করোনায় বেকার হওয়া মানুষের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টির কোন দিক নির্দেশনাও নেই।

সার্বিকভাবে প্রস্তাবিত বাজেট কিছুটা অন্তর্ভুক্তিমুলক। এবারের বাজেটে ন্যায্যতা প্রতিষ্ঠা করা যায়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন