পাকিস্তানকে ১৫৩ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের আজ বুধবার সিডনিতে টস জিতে আগে ব্যাট করেছে নিউজিল্যান্ড। ২০ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে দলী সংগ্রহ ১৫২ রান। দলে পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন ড্যারিল মিচেল। পাকিস্তানের পক্ষে ২ উইকেট পান শাহীন আফ্রিদি।
তবে পাকিস্তানের সামনে এটি খুব বড় লক্ষ্য নয়।
১৯৯২ সালে যেমন সেমিতে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। ইমরান খানের দল যেভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে ১৯৯২ সালে নকআউট পর্বে উঠেছিল, ঠিক এবারও বাবর আজমের দল খুঁড়িয়ে খুঁড়িয়ে, ভাগ্যের সহায়তা নিয়ে উঠেছে সেমিফাইনালে।
তবে সেবারও টস জিতেছিল নিউজিল্যান্ড। কিন্তু শেষে ব্যাট করা পাকিস্তানের কাছে হেরে যায় তারা।
পাকিস্তান একাদশ : মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, হারিস রউফ, শাহীন আফ্রিদি।
নিউজিল্যান্ড একাদশ : ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।